সীতাকুণ্ডে লিচু কিনে প্রতারিত হচ্ছে মানুষ

সীতাকুণ্ডে লিচু কিনে প্রতারিত হচ্ছে মানুষ
সীতাকুণ্ডে লিচু কিনে প্রতারিত হচ্ছে মানুষ

পোস্টকার্ড প্রতিবেদন ।।

লিচুর মৌসুম চলছে বর্তমানে দেশের প্রতিটি স্থানে। সীতাকুণ্ডের বাজারেও সর্বত্র পাওয়া যাচ্ছে মৌসুমি এ ফল। দেশের বিখ্যাত দিনাজপুর ও রাজশাহীর লিচুর পাশাপাশি স্থানীয় লিচুও মিলছে সীতাকুণ্ডের বাজারে। কিন্তু মানুষের প্রিয় এ ফল কিনে প্রতারিত হয়েছেন অনেকে এমন অভিযোগও কম নয়।

সীতাকুণ্ডের অনেক ক্রেতা লিচু কিনে প্রায় প্রতিদিন প্রতারিত হচ্ছেন। খুচরা বিক্রেতারা লিচুর আঁটিতে ৫০টি কিংবা ১০০টি বলে দিলেও বাসায় এনে অনেক কম পাওয়া যায় প্রতি আঁটিতে।

সীতাকুন্ডের পৌরসদরের সামনের ফুটপাথ থেকে বুধবার রাতে বাঁশবাড়ীয়ার বাসিন্দা সালাউদ্দিন ৩০০ টাকা দিয়ে দুই আঁটি লিচু কেনেন। এ সময় বিক্রেতা এতে ১০০টি লিচু রয়েছে বলে নিশ্চিত করেন। দাম হিসেবে প্রতিটি লিচুর দাম পড়ে ৩ টাকা করে। কিন্তু লিচু বাসায় নেওয়ার পর ওই ক্রেতা গুণে দেখতে পান দুই আঁটিতে রয়েছে মাত্র ৮৮টি। অর্থাৎ বিক্রেতার কথানুযায়ী ১২টি লিচু কম। দাম হিসেবে ৩৬ টাকা ক্ষতির সম্মুখীন হন তিনি।

শুধু সালাউদ্দিনই নন, অনেকেই এ রকম ক্ষতির মুখে পড়ে প্রতারণার শিকার হন। এদিকে অনেক সময় বিক্রেতাদের কাছে প্রতি আঁটিতে কয়টি লিচু রয়েছে জানতে চাইলে আঁটিতে ৫০ কিংবা ১০০টি রয়েছে বলে নিশ্চিত করলেও অনেক সময় কৌশলে তারা বলেন, ভুলবশত ২-৪টি কম হতে পারে।