সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে জেএসসি ও পিএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষার উপকরণ বিতরণ

এম কে মনির (সীতাকুণ্ড)চট্টগ্রাম ।।

সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে জেএসসি ও পিএসসি পরিক্ষার্থীদের মাঝে  পরিক্ষার উপকরণ বিতরণ

সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন জেএসসি ও পিএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

আজ ( ৩১/১০/২০১৯ইং) সকাল ১০ টায় জেএসসি ও পিএসসি পরিক্ষার্থীদের নিয়ে প্রত্যয় কোচিং সেন্টারের উদ্যোগে ও সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায়  এক  বিদায়,  দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুস্ঠানের আয়োজন করা হয়।

অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা। অনুস্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএসসি।

সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক নাছির উদ্দিন শিবলু, মণিষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু, প্রত্যয় কোচিং সেন্টার ও প্রত্যয় ফাউন্ডেশন এর প্রধান পরিচালক ফারহান সিদ্দিক নাঈম,যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সহ সভাপতি সায়েদ উদ্দিন, যুব উন্নয়ন ফাউন্ডেশন এর শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার, যুব উন্নয়ন ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রত্যয় কোচিং সেন্টারের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ, প্রত্যয় ফাউন্ডেশন এর সদস্য সচিব আনিসুল ইসলাম তুহিন, অভিভাবক নুর আলম প্রমুখ।

অনুস্ঠানে বক্তারা বলেন মানুষের শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি কার্যকর। তোমরা আগামীদিনের ভবিষ্যৎ, জাতির কাণ্ডারি। তোমাদেরকে ভবিষ্যৎে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। আগামীদিনে বাংলাদেশের নেতৃত্বে তোমারাই আসবে। তেমাদেরকে সুশিক্ষার পাশাপাশি উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।অনুস্ঠানে পরিক্ষার্থীদের সফলতা কামনায় সকলের পক্ষ থেকে  দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন প্রত্যয় কোচিং সেন্টারের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ। অনুস্ঠানে মোট ৩০জন ছাত্রছাত্রীর মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে কেক কেটে অনুস্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।