সীতাকুণ্ড মেলায় অবৈধ দোকান ভাড়া

সীতাকুণ্ড মেলায় অবৈধ দোকান ভাড়া
সীতাকুণ্ড মেলায় অবৈধ দোকান ভাড়া

সীতাকুন্ড প্রতিনিধি।।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম মহাতীর্থ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়। প্রতিবছর বাংলা ফাল্গুন মাসে এখানে শিবচতুর্দশী মেলা হয়।এসময় সীতাকুণ্ডে  দেশ -বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আগমন ঘটে। সীতাকুণ্ড তীর্থের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ব্যাসকুণ্ড। যেখানে পুণ্যার্থীরা পূজার অংশ হিসেবে স্নান করেন।সম্প্রতি মেলায় আগত তীর্থযাত্রীদের সুবিধার্থে ব্যসকুণ্ড পুকুরের চারপাশে সরকারি অর্থায়নে ঘাট নির্মাণ করা হয়েছে। পুকুরের দক্ষিণ পাশে তৈরিকৃত এ ঘাটে  সংযোজন করা হয়েছে টাইলস।

যাতে করে মহিলারা স্নান সেরে সেখানে বসতে পারে।মূলত এই ঘাট নির্মাণ করা হয়েছে মেলার যাত্রীদের সুবিধার্থে। কিন্তুু সরেজমিনে দেখা গেছে তার উল্টো। যাত্রী অধিকার হরণ করে এ ঘাটকে ব্যবসার উপায় হিসেবে নিয়েছে একটি চক্র।ব্যসকুণ্ড পুকুরের দক্ষিণ পাশের ঘাটে অবৈধভাবে ভাড়া দেওয়া হয়েছে দোকান।ঘাট দখল করে এমন দোকান একেবারেই বেআইনি।ঘাটে মোট ১৮-১৯ টি দোকান বসানো হয়েছে।

আর এসব দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে ৫০০০ টাকা ভাড়ায়।ভাড়া নেওয়া দোকানদানীদের সাথে কথা বলে জানা গেছে তারা ৩ ফুট জায়গা ৫০০০ টাকায় ভাড়া নিয়েছেন। মোটা অংকের এই টাকা তাদেরকে অগ্রিম দিতে হয়েছে বলেও জানান তারা।তবে সরকারি নিয়মের তোয়াক্কা না করে  এই অনিয়মের পিছনে জড়িত কারা সে প্রশ্ন এখন হিন্দুদের।

নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ড প্রেমতলা এলাকার স্থানীয় এক হিন্দু জানান মেলায় আগত তীর্থ যাত্রীদের সুবিধার্থে ব্যসকুণ্ড পাড়ে ঘাট তৈরি করা হয়েছে। পুর্ণার্থীরা যেন বিশ্রাম ও ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে এই ঘাট নির্মাণ।কিন্তুু মেলায় প্রভাবশালী একটি মহল এই ঘাটকে ভাড়া দিয়েছে। এটা আমাদের কাম্য নয়।

সীতাকুণ্ডের আরো কয়েজকন স্থানীয় হিন্দু এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন এটি সম্পূর্ণ বেআইনি ভাবে করা হয়েছে। আমরা চাই এখানে প্রশাসনের অভিযান চালানো হোক।