সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২ উদ্বোধন

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২ উদ্বোধন
সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২ উদ্বোধন

পোস্টকার্ড নিউজ ।।

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যে সীতাকুণ্ড উপজেলায় উদ্বোধন হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২। তিন দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতেকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নূরুল আলম দুলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) আবু সাইদ ।

আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহবায়ক মোঃ ইউছুপ খাঁন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ, উপজেলা সমবায় অফিসার আবদুস শহিদ ভূঁইয়া, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মেজবা চৌধুরী মিঠু, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ও দৈনিক নতুনদিন পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ আবদুল মামুন, ইব্রাহীম খলিল, রেজাউল হোসেন পলাশ, মহিউদ্দীন, ফারহান সিদ্দিকী, জয়নাল আবেদীন, সাজ্জাদ হোসেনসহ  সীতাকুণ্ড প্রেস ক্লাব ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷ ।

এ সময় সিনিয়র স্টেশন অফিসার নূরুল আলম দুলাল তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগান নিয়ে আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। আমরা যদি সবাই সচেতন হয় তাহলে অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটবে না।

সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) আবু সাঈদ বলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের ইতিহাস অনেক গৌরবের। ১৯৪৮ সালে এই ডিফেন্সের যাত্রা শুরু হয়। বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ পুলিশ একাঁধে কাঁধ মিলিয়ে অতিতেও কাজ করেছে ভবিষ্যতেও একসাথে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো বাংলাদেশের যে বাহিনী গুলো আছে তাদের মধ্যে অন্যতম সেরা বাহিনী। শুধু অগ্নিকাণ্ডে নয় এই বাহিনীটি সব দুর্যোগে কাজ করে। বাংলাদেশের যেকোন প্রান্তে যে কোন দুর্ঘটনা বা বিপর্যয়ে সবার আগে ফায়ার সার্ভিস ডিফেন্স কে ঝাঁপিয়ে পড়ে ।

এসময় তিনি বিএম কনটেইনার ডিপোতে সাম্প্রতিক অগ্নিকান্ডে কর্তব্য পালনকালে নিহত ১৩ জন অগ্নিনির্বাপণ কর্মীকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

খালেদ / পোস্টকার্ড ;