সীতাকুণ্ডে প্রবাসীর বাড়ি ডাকাতি , ১৭ লাখ টাকার গয়না চুরি

সীতাকুণ্ডে প্রবাসীর বাড়ি ডাকাতি , ১৭ লাখ টাকার গয়না চুরি
সীতাকুণ্ডে প্রবাসীর বাড়ি ডাকাতি , ১৭ লাখ টাকার গয়না চুরি

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

দুই প্রবাসীর বাড়ির তালা ভেঙে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ১৭ লাখ টাকার গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করে ।

অভিযোগ সূত্রে জানা যায় , সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের প্রবাসী রৌশনুজ্জামান ও তার এক পুত্র প্রবাসী। তার স্ত্রী খোদেজা জামান ও এক ছেলে রাকিব উজ্জামানান বাড়িতে থাকেন। রাকিবউজ্জামান এইচএইচসি পরীক্ষার্থী। পরীক্ষা দেবার সুবিধার্থে গত ১০ সেপ্টেম্বর সে পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি থাকা বোনের বাড়িতে চলে যায় রাকিবুজ্জামান ও তার মা। পরীক্ষা শেষে ১৪ সেপ্টেম্বর রাতে তারা নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরেই তারা দেখেন দরজার তালা ভাঙ্গা । ভেতরে প্রবেশ করে দেখেন আলমারির ভেঙ্গে আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও একটি মূল্যবান হীরের আংটিসহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় রাকিবউজ্জামান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন ।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, আমি ব্যস্ত থাকায় এরকম কোন অভিযোগ ডিউটি অফিসারের কাছে কেউ দিয়েছেন কিনা আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;