সীতাকুণ্ডে পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা 

সীতাকুণ্ডে পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা 
সীতাকুণ্ডে পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা 

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড ।। 

সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে পরিবেশের ক্ষতি সাধন করে পুকুর ভরাটের অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বৃহস্পতিবার সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর মৌজার কাজিবাড়ির পুকুর ভরাট করার অপরাধে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্র. আজাদী