সীতাকুণ্ডে নানা আয়োজনে শেখ রাসেল'র ৬০তম জম্মদিন ও শিশু দিবস পালিত

সীতাকুণ্ডে নানা আয়োজনে শেখ রাসেল'র ৬০তম জম্মদিন ও শিশু দিবস পালিত
সীতাকুণ্ডে নানা আয়োজনে শেখ রাসেল'র ৬০তম জম্মদিন ও শিশু দিবস পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জম্মদিন ও শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থী ও বিশিষ্টজনদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা হলরুমে সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবউল্ল্যাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহআলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ নূরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টোশন অফিসার নুরুল আলম দুলাল, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মনির হায়দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , নানান শ্রেণীর ও পেশার মানুষ ।

খালেদ / পোস্টকার্ড;