সীতাকুণ্ডে জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলার হাজী সমাবেশ সম্পন্ন 

সীতাকুণ্ডে জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলার হাজী সমাবেশ সম্পন্ন 
জামান ইন্টারন্যাশনাল হজ কাফলার হাজী প্রশিক্ষণ কর্মশালায় হজ্ব গাইড" মিকাত" এর মোড়ক উম্মোচন করছেন চট্টগ্রাম ০৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলার উদ্যোগে শনিবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার হাজেরা হ্যাভেন গার্ডেন-এ সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ট্রাভেলস ব্যবসায়ী জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলার উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাদেক মাস্তান (রা.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মো. সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আবু তাহের বি.এস.সি, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলার পরিচালক জিয়া উদ্দিন বাবলু, মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের মোয়াল্লেম মাওলানা নিজাম উদ্দিন।

উল্লেখ্য, এবার এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের ন্যায় ১৯৫ জন হজ কাফেলার হজ যাত্রী হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন।

খালেদ / পোস্টকার্ড ;