সাইবার গুপ্তচরেরা করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার তথ্য চুরির চেষ্টা

সাইবার গুপ্তচরেরা করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার তথ্য চুরির চেষ্টা
সাইবার গুপ্তচরেরা করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার তথ্য চুরির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক ।।

অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের টিকা তৈরির গবেষণা নিয়ে আগ্রহী বিদেশি গুপ্তচর সংস্থাগুলো, খোঁজখবর করছে সাইবার গুপ্তচরেরা। এমন তথ্য জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

মার্কিন ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনা বিবিসিকে বলেন, এই ঝুঁকি সম্পর্কে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে মার্কিন সরকার।

তবে ইতোমধ্যেই কোন তথ্য চুরি হয়েছে কিনা সে সম্পর্কে কোন মন্তব্য করতে চাননি এই ঊর্ধ্বতন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।

করোনাভাইরাসের জীবাণু কোভিড-১৯-এর টিকা আবিষ্কারের জন্য এখন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে।

গবেষক, কোম্পানি এবং সরকার - সবাই এর সাথে জড়িত। তাদের এই প্রচেষ্টা সম্পর্কে বিদেশি গুপ্তচর সংস্থাগুলো যেমন গোপনে জানার চেষ্টা করছে তেমনি দেশীয় গুপ্তচর সংস্থাগুলোও তাদের ঠেকিয়ে রাখতে চাইছে।

মি. এভানিনার প্রতিষ্ঠান মার্কিন সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের বিদেশি গোয়েন্দা তৎপরতা প্রতিরোধে পরামর্শ দিয়ে থাকে।

চীনা কমিউনিস্ট পার্টিসহ বিদেশি গুপ্তচর সংস্থাগুলো গবেষণাগুলো হস্তগত করার জন্য চেষ্টা করবে বলে মনে করছেন তারা।

করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্পে সহায়তা দিচ্ছে তার নাম 'অপারেশন ওয়ার্প স্পিড'।

যে দেশ প্রথম কার্যকর এবং নিরাপদ টিকা তৈরি করতে পারবে, তা দিয়ে তারা প্রথমেই নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়ার চেষ্টা করবে।

"এই গবেষণার সঙ্গে জড়িত প্রত্যেকটি মেডিকেল গবেষণা প্রতিষ্ঠানকে এব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বলে জানালেন মি. এভানিনা।

ওদিকে হাসপাতালগুলোর ওপর সাইবার হামলা নিয়ে এখন বেশ উদ্বেগ রয়েছে। এসব হামলার ফলে মহামারি ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

এপ্রিল মাসে চেক প্রজাতন্ত্রের দুটি হাসপাতালে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

এরপরই এক অদ্ভুত বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এতে তিনি বলেছেন, "যারাই এসব কাজ করছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা অন্যত্র যেন এধরনের সাইবার তৎপরতা চালানো না হয়।"