লাইন্সেস নবায়ন না করায় সীতাকুণ্ডের মাবিয়া শিপ ব্রেকিং ইয়ার্ডকে এক লাখ টাকা জরিমানা

লাইন্সেস নবায়ন না করায় সীতাকুণ্ডের মাবিয়া শিপ ব্রেকিং ইয়ার্ডকে এক লাখ টাকা জরিমানা
সীতাকুণ্ডের মাবিয়া শিপ ব্রেকিং ইয়ার্ডকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ।।  

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাবিয়া শিপ ব্রেকিং ইয়ার্ড নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের লাইন্সেস নবায়ন না করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বুধবার (৬ জানুয়ারি) শুনানি শেষে এ জরিমানা করেন।

মোয়াজ্জম হোসাইন জানান, পুরনো লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনা করায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাকে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে লাইসেন্স নবায়ন না করার দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।