রাহাত্তারপুলের করোনা আক্রান্ত নারীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

রাহাত্তারপুলের করোনা আক্রান্ত নারীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা
রাহাত্তারপুলের করোনা আক্রান্ত নারী পালালেন

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকার এক রোগী ‘করোনা পজিটিভ’— এ খবর পেতেই মুঠোফোন বন্ধ করে রীতিমতো আত্মগোপনে চলে গেছেন । ওই রোগীর দেওয়া মুঠোফোন নম্বর ছাড়া বাড়তি কোনো তথ্য না থাকায় প্রশাসন বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়ে যায়।

চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল কে বি আমান আলী রোডের ৩৪ বছর বয়সী এক নারীর করোনা শনাক্তকরণের জন্য গত ২৯ এপ্রিল জেনারেল হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়। দুইদিন পর ১ মে নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা পজিটিভ আসে।

আত্মগোপনে যাওয়া রোগীসহ করোনার সর্বশেষ পরীক্ষায় মোট চারজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। এছাড়াও একজন পুরাতন রোগীর দ্বিতীয়বারের পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

আত্নগোপনে যাওয়া রোগী প্রসঙ্গে সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি  বলেন, ‘প্রশাসনকে জানানো হয়েছে। মুঠোফোন বন্ধ থাকায় ওই সড়কে গিয়ে রোগীর কোনো তথ্য পাওয়া যায়নি। আগামীকাল হয়তো জানা যাবে।’