রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব পেলে নিজ দেশে ফিরতে চান 

রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব পেলে নিজ দেশে ফিরতে চান 
রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব পেলে নিজ দেশে ফিরতে চান 

কক্সবাজার প্রতিনিধি ।।

রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে তাদের ওপর নির্যাতন, গণহত্যা, যুদ্ধাপরাধ, অগ্নিসংযোগ, ধর্ষণের পঞ্চম বর্ষ পূর্তিতে শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিন মার খোলা এলাকায় ১৩ নং রোহিঙ্গা ক্যাম্প মাঠে ও সুলিমুল্লাহ কাটা এলাকায় ১৬ নং ক্যাম্পে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রোহিঙ্গা নেতা মোজাম্মেল হক ও হেডমাঝি মো. ইব্রাহিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মোজাম্মেল হক বলেন, 'মিয়ানমারের নাগরিকত্ব পেলে আমরা সেখানে ফিরে যাবো। বাংলাদেশে আমরা ভালো আছি। তবে এখানে আমরা থাকতে চাই না।'

হতাশা ব্যক্ত করে তিনি বলেন, নিজ দেশে ফিরে যাওয়ার জন্য মুহিবুল্লাহ (আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা) দেশে-বিদেশে যেভাবে চেষ্টা করেছিলেন, তাতে আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। একদিন নিজ দেশে ফিরে যেতে পারবো। বুক ভরে শ্বাস নিতে পারবো। কিন্তু মুহিবুল্লাহ খুন হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নের ছেদ ঘটে।

বক্তব্যে নেতারা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা-ধর্ষণ-নির্যাতনের বিচার দাবি করেন। বাংলাদেশে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তারা সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

খালেদ / পোস্টকার্ড ;