রাষ্ট্রদূত জিমিং বাংলাদেশে চীনা ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক

রাষ্ট্রদূত জিমিং বাংলাদেশে চীনা ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক
রাষ্ট্রদূত জিমিং বাংলাদেশে চীনা ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক

পোস্টকার্ড ডেস্ক ।। 

করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে তিন সপ্তাহের মধ্যে শুরু করবে চীন। ট্রায়ালের এই পর্বে প্রথম স্বেচ্ছাসেবক কে হবেন তা জানা গেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রথম জন যিনি ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেবেন। 

সোমবার (২০ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, করোনাভাইরাস প্রতিরোধে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বাংলাদেশ পর্বে প্রথম স্বেচ্ছাসেবক হতে চান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তাকে সুযোগ দিলে তিনি দ্বিতীয় স্বেচ্ছাসেবক হতে আগ্রহী। 

দেশের সাতটি হাসপাতালের ২ হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর ওপর এই ট্রায়াল হবে।