রাউজান পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো ইভিএমে ভোট

রাউজান পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো ইভিএমে ভোট
রাউজান পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো ইভিএমে ভোট

রাউজান প্রতিনিধি ।।

রাউজান পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ জানুয়ারি সন্ধ্যায় দেয়া ঘোষণা অনুযায়ী রাউজান পৌরসভার নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। সেই সাথে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে স্থানীয় উৎসুক ভোটার, পৌরসভার বাসিন্দা, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে নির্বাচনের তারিখ দেখে উৎফুল্ল হন পৌরসভার বাসিন্দা এবং স্থানীয় মেয়রপ্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের অনুসারীরা। এদিকে ১৯ জানুয়ারি এ পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঘোষণার প্রত্যাশায় অনেকে টিভি ও অন্যান্য মাধ্যমে আগ্রহ নিয়ে দৃষ্টি রাখে। প্রতীক্ষার পালা শেষে সন্ধ্যায় ৫ম দফায় এ পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা হলে পৌরসভা সদরের মুন্সিরঘাটাসহ বিভিন্ন স্থানের মানুষের মাঝে এ নিয়ে আলাপচারিতা বেড়ে যায়। অনেকে উচ্ছ্বসিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাউজানে এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ২৪ মার্চ। এ কারণে ২৪ মার্চের মধ্যে এ পৌরসভায় নতুন নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাদকতা ছিল। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে রাউজান পৌরসভা আওয়ামী লীগ ইতিমধ্যে বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে বর্তমান প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের নাম ঘোষণা দিয়ে জেলা নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেছে। তাকে মেয়র পদে নৌকা দেয়ার দাবি জোরালোভাবে করছেন তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। স্থানীয় জনসাধারণও এলাকার উন্নয়নের স্বার্থে তাকেই এবার প্রার্থী হিসেবে চান।

প্রসঙ্গত, এখানে সরকারি দলের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বর্তমান মেয়র দেবাশীষ পালিত, সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী রানা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক মনজুরুল মঞ্জু, বিএনপি নেতা সেকান্দর চৌধুরী, পৌরসভার বিএনপির সি. সহ সভাপতি আবু আহমদ, যুবদল নেতা সাবের সুলতান কাজল ও সাবেক মেয়র পুত্র আনিসুর রহমান। জাতীয় পার্টির (এরশাদ) থেকে নির্বাচন করতে চান উত্তর জেলা সি. সহ সভাপতি মেজবাহ উদ্দিন আকবর।