মহাদুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ হোন:বিএনপিকে তথ্যমন্ত্রী

মহাদুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ হোন:বিএনপিকে তথ্যমন্ত্রী
মহাদুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ হোন:বিএনপিকে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার সময় এটি নয়। এখন সময় হচ্ছে, সব দল-মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করোনার মহাদুর্যোগ থেকে দেশকে, দেশের মানুষকে, জাতিকে রক্ষা করা। রোববার দুপুরে রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তথ্য সচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশ-জাতি, পৃথিবী যখন এমন একটি মহাদুর্যোগের ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। যেমন শনিবার রিজভী সাহেব বলেছেন, ‘আওয়ামী লীগ করোনার চেয়েও ভয়ঙ্কর’। এর ক’দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘আওয়ামী লীগ করোনায় আক্রান্ত’। এ ধরনের দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার সময় এটি নয়। এখন রাজনীতি করার সময় নয়। এখন সময় হচ্ছে সব দল-মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে দেশের মানুষকে জাতিকে রক্ষা করা।’

অনেকে টেলিভিশনে টকশোতে গিয়েও নানা ধরনের কথা বলছেন, ‘আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাব, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াই’ বলেন ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে এবং সরকারকে কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে পারেন। সরকার কোনো জায়গায় যদি ভুলও করে, সেটিও বলতে পারেন। কিন্তু রাজনীতি করার সময় এটি নয়। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই মহাদুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করি।

নির্বাচন কমিশনকে তথ্যমন্ত্রীর ধন্যবাদ :

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ কয়েকটি উপনির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি যতটুকু জানি শনিবার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটিও স্থগিত করা নিয়ে নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করেছে। কিন্তু নির্বাচনের এক দিন আগে সব প্রস্তুতি যখন শেষ, শেষমুহূর্তে তারা সেটি করতে পারেনি। শনিবার যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন বলেছে, সেটি ধারাবাহিকতা রক্ষণার জন্যই তাদের নির্বাচন করতে হয়েছে।

করোনার কারণে ঢাকায় ভোটার উপস্থিতি কম হবে আমরা সেটি ধারণা করেছিলাম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ইভিএমে যে সুষ্ঠুভাবে ভোট হয়, একজনের ভোট যে আরেকজনে দিতে পারে না, সেটিও আবার প্রমাণ হয়েছে। যারা গেছেন তারাই শুধু ভোট দিতে পেরেছেন, ইভিএম পদ্ধতিতে একজনের ভোট অন্য কেউ দিতে পারেননি।

বিএনপির ফল প্রত্যাখ্যান নিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচন শেষ হওয়ার এবং ফল ঘোষণার আগেই বিএনপির প্রার্থী ফল প্রত্যাখ্যান করেছেন। তিনি শুরু থেকেই ফলাও করে অভিযোগ উপস্থাপন করছিলেন এবং চিরাচরিত নিয়ম অনুযায়ী বিএনপির প্রার্থী ফল প্রত্যাখ্যান করেছেন। তারা সবসময় যেটি করে আসে, সেই ধারাবাহিকতাতেই সেটি তিনি করেছেন।

তথ্য মন্ত্রণালয়ে ‘করোনা সচেতনতা সেল’ :

রোববার দুপুরে রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য মন্ত্রণালয়ে ‘করোনা সচেতনতা সেল’ গঠনের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আপনারা জানেন যে, প্লেগের পর পৃথিবীতে এতবড় দুর্যোগ আর আগে আসেনি। প্লেগে কয়েক কোটি মানুষ মারা গিয়েছিল। আর নভেল করোনায় ইতোমধ্যে তিন লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে। হাজার হাজার মানুষ মারা গেছে। এটি একটি বৈশি^ক দুর্যোগ। আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করছি, এই দুর্যোগের হাত থেকে দেশ-জাতি ও রাষ্ট্রকে রক্ষা করার জন্য।