ভ্রাম্যমান আদালত রাঙ্গুনিয়ায় ১৫ মাইক জব্দ করলেন

ভ্রাম্যমান আদালত রাঙ্গুনিয়ায় ১৫ মাইক জব্দ করলেন
ভ্রাম্যমান আদালত রাঙ্গুনিয়ায় ১৫ মাইক জব্দ করলেন

রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

ওরশের আয়োজন করা মেলায় লাগানো মাইক ও সরঞ্জামাদি জব্দ করলেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ” ইদানিং গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেম ও মাইক বাজিয়ে নানা অনুষ্ঠান করা হচ্ছে। বিষয়টি সাধারণ মানুষ প্রায়ই অভিযোগ করে আসছে। এছাড়া এখন এসএসসি পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গান-বাজনা, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মেলায় একাধিক মাইক ব্যবহার করার কারনে মাইক জব্দ করা হয়েছে। তবে এই সময় কাউকে পাওয়া যায়নি। মেলার আয়োজক সফিউর রহমান বলেন, মেলায় কাওয়ালি গানের জন্য ১৫ টি মাইক ও সাউন্ড সিস্টেম আনা হয়।

উল্লেখ্য সোমবার (৩ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন সন্ধ্যার পর থেকে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছেন।