ভোগান্তির আরেক নাম সীতাকুন্ডস্থ কুমিরা-গুপ্তছড়া ফেরী ঘাট

ভোগান্তির আরেক নাম সীতাকুন্ডস্থ  কুমিরা-গুপ্তছড়া ফেরী ঘাট
ভোগান্তির আরেক নাম সীতাকুন্ডস্থ কুমিরা-গুপ্তছড়া ফেরী ঘাট

সীতাকুন্ড প্রতিনিধি।।

সীতাকুন্ডস্থ কুমিরা-গুপ্তছড়া ফেরী ঘাট সন্দ্বীপবাসীর ভোগান্তির পথ হিসেবে স্বীকৃতি পেয়েছে । এ পথে চলাচলে বিড়ম্বনাসহ দুর্ভোগ হয়ে উঠেছে চিরাচরিত নিয়মে। যে কারনে পদে পদে ভোগান্তি পেয়েছে স্থায়ী রুপ। নিয়ম বালায় না রেখে ইজারাদারের ইচ্ছায় ঘাট পরিচালিত হওয়ায় অসহায় হয়ে পড়েছে যাত্রীরা। অথচ দীর্ঘদিন ধরে হাজারো অনিয়ম জর্জরীত হয়ে চরম আকার ধারন করেছে যাত্রী সেবা।
খোঁজ নিয়ে জানা যাই, দীর্ঘ বছর ধরে জেলা পরিষদের ইজারায় সন্দ্বীপ উপজেলায় যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে কুমিরা-গুপ্তছড়াসহ ৪টি ফেরী ঘাট। নিজ গন্তব্যে পৌছার সুবিধার্থে অন্যন্য ঘাটের তুলনায় কুমিরা-গুপ্তছড়া ফেরী ঘাটকে বেঁচে নিয়েছে কর্মজীবি হাজারো মানুষ। কিন্তুকুমিরা-গুপ্তছড়া ঘাটে নানা কাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যাত্য়াাত করলেও বৃদ্ধি পাইন নিয়মতান্ত্রিক সুযোগ-সুবিধা। ফলে যাত্রী পারাপারে পদে পদে কুমিরা ঘাটের ভোগান্তি চীর স্থায়ী রুপ নিয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
কুমিরা-গুপ্তছড়া যাত্রীরা বলেন,‘  যাত্রী বিড়ম্বনার নৌ- পথের আরেক নাম কুমিরা ঘাট। বিশ্রামাগার,পয়নিস্কাশন ও টিকেট বিড়ম্বনার শেষ নেই এই পথে। রোগী উঠা-নামা সুব্যস্থা না থাকায় জটিল ও কঠিন রোগীদের পড়তে হয় মৃত্যু ঝুকিতে। ব্রেস্ট ফিড়িং ও নারীদের আলেদা পয়নিস্কাশনের আলাদা ব্যবস্থা না থাকায় কঠিন অবস্থায় পড়তে হয় নারী ও শিশুদের। এছাড়া দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে স্প্রীট বোটের টিকেট ব্যবসার হাত থেকে রেহায় পাওয়ার উপায় নেই বলে জানান তারা। এ পরিস্থিতিতে বছরের পর বছর ধরে সকল নিয়ম অনিয়মের কবলে পড়ে কুমিরা-গুপ্তছড়া ঘাট যাত্রীদের বিষ ফোড়ায় পরিনত হলেও সমস্যা হতে নিস্তার পাচ্ছে না সর্বসাধারন।