বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল হচ্ছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে

বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল হচ্ছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে
বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল হচ্ছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে

পোস্টকার্ড নিউজ।।

হৃদরোগের জন্য চট্টগ্রামে বিশেষায়িত কোনো হাসপাতাল না থাকায় পাঁচমাস আগে উন্নতমানের একটি হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এ নিয়ে দফায় দফায় সভাও হয়েছে। অবশেষে দ্বার খুলতে যাচ্ছে এ বিশেষায়িত হৃদরোগ হাসপাতালের। আগামী ২৫ নভেম্বর অস্থায়ী কার্যালয়ে হৃদরোগ হাসপাতালের কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে জঙ্গল সলিমপুরের ১০ একর জায়গায় অবকাঠানো নির্মাণ করে স্থানান্তরিত করা হবে এ হাসপাতাল। সেখানেই বিশেষায়িত এ হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হার্ট ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত ১৩ মে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভায় চট্টগ্রামে হৃদরোগ হাসপাতাল নির্মাণের স্বপ্নের কথা জানিয়েছিলেন মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এ নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে হাসপাতালের বহির্বিভাগে সেবা দেওয়ার মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রস্তাবিত এ হৃদরোগ হাসপাতালের কার্যক্রম শুরু করার কথা ছিল। পরবর্তীতে তা পিছিয়ে আগামী ২৫ নভেম্বরে আনা হয়। এ নিয়ে শনিবার (২৯ অক্টোবর) সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত আগস্টে অনুষ্ঠিত চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক সভায় হাসপাতালের যাত্রা শুরু করার জন্য ১০ সদস্যের একটা কমিটি গঠন করা হয়। শুরুর দিকে নগরের গোলপাহাড় এলাকার মেরী স্টোপস ক্লিনিকের পাশে একটি ভাড়া বাসায় এই হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

তিনি বলেন, ‘আমাদের সব কার্যক্রম প্রায় শেষ। আমরা আগামী মাসের ২৫ তারিখ এই হাসপাতাল উদ্বোধন করবো। প্রাথমিকভাবে এখানেই আমাদের হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে জঙ্গল সলিমপুর বা সুবিধাজনক স্থানে জায়গা পেলে সেখানে স্থায়ী করা হবে। তবে সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই আগামী মাসের শেষ সপ্তাহেই চট্টগ্রামে চালু হচ্ছে বিশ্বমানের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালের সেবা কার্যক্রম।’

যদিও বৈঠক সূত্রে জানা যায়, প্রস্তাবিত এ হাসপাতাল তৈরির জন্য শুরুতে জঙ্গল সলিমপুরে ৫০ একর জায়গার প্রস্তাব দেওয়া হলে গতকালের সভায় জেলা প্রশাসক ১০ একর জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।

এদিকে, বিশেষায়িত এ হৃদরোগ হাসপাতাল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসকে প্রধান করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের যে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয় তাদের মধ্যে কমিটিতে সেক্রেটারি জেনারেল হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ব্যবসায়ী নেতা আবদুস সালাম, নাছির উদ্দিন চৌধুরী, এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম জাহাঙ্গীর, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, ডা. তারেক ইকবাল ও ডা. এ কে এম নাছির উদ্দিন।

খালেদ / পোস্টকার্ড ;