ফৌজদারহাট কে,এম উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

ফৌজদারহাট কে,এম উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ডের ফৌজদারহাট কে,এম উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের নবাগত  শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীর্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়ার পুরস্কার  বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮  জানুয়ারি রোজ মঙ্গলবার  বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন'র সঞ্চালনায়  পরিচালনা পরিষদের সভাপতি কায়সার-উল-আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সীতাকুন্ড, চট্রগ্রাম। ইসমত আরা বেগম সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সীতাকুন্ড, চট্রগ্রাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিষদের সদস্য মোঃ মোস্তাকিম, গোলাম খালেদ।এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ফাহিম মোস্তফা,আজিজুর রহমান জুয়েল, বাকিবিল্লাহ বাবর, আদ্রিত আরমান, রাশেদ,অত্র বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ, সাধারণ সম্পাদক সাকিব,ধর্ম সম্পাদক সাজিদ। ফরহাদ, তানভীর ইফতি, ইফতু, সাজিদ, অনিক, সাব্বির, আরশ, মেহেদী আরিফ প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম , শিক্ষক  মোজাম্মেল হোসেন,মোমিনুল ইসলাম, সিরাজুল হক,ফরিদুল আলম, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যালয়ে বিভিন্ন সময়ে সার্বিক সহযোগীতায় বিশেষ  অবদান রাখার জন্য অতিথিদের হাতে সম্মানা স্মারক তুলেদেন বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা নবাগত শিক্ষার্থী তারা বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা  বজায় রেখে পড়া-লেখার প্রতি মনোনিবেশ করতে হবে। আর যারা বিদায়ী তারা  আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যায়ের সুমান অক্ষুন্ন রাখার  প্রতি আহব্বান জানান। বক্তারা আরও বলেন, শিক্ষার মাধ্যমেই একটি দেশ ও জাতি  উন্নতির চরম শিখড়ে উত্তির্ণ হতে পারে। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব  নয়। তাছাড়া শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তাই  আলোকিত দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে অবশ্যই সুশিক্ষায়  শিক্ষিত হতে হবে।