পুলিশ সদস্যসহ আরও ৪ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

পুলিশ সদস্যসহ আরও ৪ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

নিজস্ব  প্রতিবেদক।।

আজ করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামের দুই ল্যাবের ২১২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে । এর মধ্যে চারজনই মহানগরের, বাকি ১০ জন ভিন্ন জেলার। এদের একজন ফেনীর, ছয়জন লক্ষ্মীপুরের এবং তিনজন নোয়াখালীর বাসিন্দা।

বুধবার (২৯ এপ্রিল) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনার সর্বশেষ পরীক্ষায় চট্টগ্রামের চারজনসহ মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে শনাক্ত হওয়া চারজনের মধ্যে একজন দামপাড়া পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল। একজন কালুশাহ নগরের, একজন ইপিজেডের বিএসসি মেরিন ওয়ার্কশপের, আরেকজন নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা। শনাক্ত হওয়া চারজনই পুরুষ রোগী। এছাড়া ফেনীর জেলার দাগনভূঞা উপজেলায় রয়েছেন এক পুরুষ রোগী, যার বয়স ৩৮। রয়েছেন লক্ষ্মীপুরের ছয়জন ও নোয়াখালীর তিনজন।

এদিকে বিআইটিআইডি এবং সিভাসুর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে। চট্টগ্রামের নতুন এই চারজনসহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল চট্টগ্রামে সর্বপ্রথম দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল ওই রোগীর ছেলে শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন, ১৯ এপ্রিল চারজন, ২১ এপ্রিল এক শিশু, ২৩ এপ্রিল তিনজন, ২৪ এপ্রিল একজন, ২৫ এপ্রিল দুইজন, ২৬ এপ্রিল সাতজন ও ২৭ এপ্রিল নয়জন করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।