প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন,করোনাভাইরাস প্রতিরোধে ৫শ সদস্যের এক কমিটি গঠন

প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন,করোনাভাইরাস প্রতিরোধে ৫শ সদস্যের এক কমিটি গঠন
প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

পোস্টকার্ড ডেস্ক।।

আগামী ২৫ মার্চ (বুধবার)  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সব ইলেক্ট্রনিক মিডিয়া এ ভাষণ একযোগে প্রচার করবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। সারাবিশ্বে চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলেও জানা গেছে।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে ৫শ সদস্যের এক কমিটি করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এ কমিটি সারাদেশের মানুষদের সচেতন ও এ ভাইরাস প্রতিরোধে কার্যকর দায়িত্ব পালন করবে। এছাড়া আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যও কমিটি ব্যবস্থা গ্রহণ করবে।