পুরো বিএনপির দায়িত্ব জাইমা নয়, নিতে চান হিরো আলম!

পুরো বিএনপির দায়িত্ব জাইমা নয়, নিতে চান হিরো আলম!
পুরো বিএনপির দায়িত্ব জাইমা নয়, নিতে চান হিরো আলম!

রাজনীতি ডেস্ক ।।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যাওয়া একতারা প্রতীকের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ভোটারদের সান্ত্বনা দিতে নির্বাচনী এলাকায় গিয়েছেন। বিএনপিসহ বিরোধী শিবিরে হিরো আলমের চলছে ভূয়সী গুণকীর্তন। ইতিমধ্যে বিএনপির জাঁদরেল নেত্রী রুমিন ফারহানা হিরো আলমের পক্ষে বক্তব্য দিয়েছেন।

রুমিন ফারহানার এমন বক্তব্যের পর নিজেকে বিশাল বড় সিনিয়র নেতা ভাবতে শুরু করেছেন তৃতীয় শ্রেণীর কমেডিয়ান হিরো আলম। শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়ে হিরো আলম বলেছেন, বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে, তাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি আছে। সে ক্ষেত্রে বিএনপি চাইলে আমাকে কাজে লাগাতে পারে। বিএনপি একটি বড় দল। তাদের দলীয় প্রধানদের অবস্থান ছন্ন ছাড়া। কেউ বিএনপির দায়িত্ব নিতে চাইছে না। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও বিএনপির দায়িত্ব না নিলে, খালেদা-তারেকের অবর্তমানে বিএনপি ও ২০ দলীয় জোটকে নেতৃত্ব দিতে চাই আমি।

এদিকে, হিরো আলমের এমন কথায় বিএনপি ও ২০ দলীয় জোটের অনেকেই নাখোশ হয়েছেন। এ প্রসঙ্গে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফতে মজলিসের এক নেতা বলেন, বিএনপির বর্তমান দুরবস্থার সুযোগ সবাই নিতে চাইছে। যে কেউই এসে বিএনপির প্রধান হইতে চাইছেন। যদি হিরো আলম দলের প্রধান হবার দাবি করতে পারেন, তবে কমেডিয়ান হারুন কিসিঞ্জার কি দোষ করেছেন। এছাড়া ৪২ সাইজের সানাই কি দোষ করেছে? হিরো আলম বিএনপির দায়িত্ব নিলে তারেক রহমান কি লন্ডনে বসে কলা খাবেন?

এ বিষয়ে হিরো আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নেতারা নেতৃত্বদানে ব্যর্থ হয়েছে। ২০১৮ সালের পর এবার ২০২৩ সালে এসেও নির্বাচনে এমপি প্রার্থী হলাম। আমি রাজনীতি বুঝি। তাই প্রয়োজনে বিএনপির হাল ধরব, এতে লজ্জার কিছু নেই।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হিরো আলম আরো বলেন, হয় আপনারা ঠিক মতো নেতৃত্ব দেন। না হয় আমার নেতৃত্ব মেনে নেন। কথা দিলাম, একজন ডিস ব্যবসায়ী হিসেবে বিএনপির সকল নেতার বাসায় ফ্রি ডিস এন্টেনা পাঠিয়ে দেবো।

খালেদ / পোস্টকার্ড ;