পূজা চোপড়া এবার বাংলাদেশি সিনেমায়

বিনোদন ডেস্ক ।।

পূজা চোপড়া এবার বাংলাদেশি সিনেমায়
পূজা চোপড়া এবার বাংলাদেশি সিনেমায়

ভারতীয় শিল্পী নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ বেড়েছে এদেশীয় নির্মাতাদের। কেউ চরিত্রের প্রয়োজনে, কেউবা আবার শুধুই ছবি আলোচনায় রাখতে ভারতীয় শিল্পী কাস্ট করতে চান। অনেকেই ধরেই নেন বিদেশি শিল্পী থাকলে সহজে মিডিয়া কাভারেজ পাওয়া যাবে। কারণ বিদেশি শিল্পীদের প্রতি দেশীয় গণমাধ্যমের আগ্রহ ওইসব নির্মাতা-প্রযোজকদের চেয়ে কম নয়।

পূজা চোপড়া

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এক ভিডিও পোস্টে বলেন, বাংলাদেশে আমার ভক্ত এবং দর্শকদের জন্য একটা সুখবর আছে। আর সেটা হলো, আমি একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ছবিটির নাম ‘অ্যাডভোকেট সুরাজ’। পরিচালনা করবেন গুণী নির্মাতা সি.বি জামান। ছবির মাধ্যমে দেখা হবে শিগগিরই।

‘ফ্যাশন’, ‘হিরোইন’, ‘কমান্ডো’র মতো ছবিতে অভিনয় করেছেন পূজা চোপড়া। ‘অ্যাডভোকেট সুরাজ’ ছবিটি প্রযোজনা করছে এসএইচকে গ্লোবাল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এসএইচকে গ্লোবাল-এর চেয়ারম্যান শামস হাসান কাদির।

নির্মাতা সি.বি. জামান ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তখন তিনি নির্মাণ করেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী সিনেমা। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ৬টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।