নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ঘটনায় মৃত্যু বেড়ে ২৪

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ঘটনায় মৃত্যু বেড়ে ২৪
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ঘটনায় মৃত্যু বেড়ে ২৪

পোস্টকার্ড ডেস্ক ।।

মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যায় এক এক করে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। নারায়ণগঞ্জে এই বিস্ফোরণের ঘটনায় আরো একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জন। এখন পর্যন্ত এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।

বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত মারা গেছেন, মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫)  জুলহাস (৩৫) ও মোহাম্মদ আলী (৫৫)।

উল্লেখ্য, গতকাল এশার ফরজ নামাজ শেষে মুসল্লিদের অনেকে যখন সুন্নত নামাজ পড়ছিলেন সে সময়েই হঠাৎ গ্যাসের আগুনের সঙ্গে একযোগে বিস্ফোরণ ঘটে মসজিদের ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-এসিতে। এর আগে থেকেই মসজিদে গ্যাসের পাইপ থেকে ছিদ্র দিয়ে গ্যাস লিক করে আসার অভিযোগ ছিল। গন্ধ পাওয়া যেত গ্যাসের।