নতুন করে চট্টগ্রামে শনাক্ত ১৩২, মোট আক্রান্ত ৩৬৬৯ জন

 নতুন করে চট্টগ্রামে শনাক্ত ১৩২, মোট আক্রান্ত ৩৬৬৯ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে আরো ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৬৯ জনে। আর আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। করোনা আক্রান্ত চমেক হাসপাতালের এক চিকিৎসক গতকাল মারা গেছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন আক্রান্ত দুই নারী। আক্রান্ত আরো একজনের তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। সবমিলিয়ে গতকাল একদিনে আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এছাড়া উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে চমেক হাসপাতালে।

এদিকে, বৃহস্পতিবার চট্টগ্রামের তিনটি ল্যাবে ৪৬৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে চট্টগ্রামের ১৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরে শনাক্ত হয়েছেন ৬০ জন। বাকি ৭২ জন উপজেলা পর্যায়ের। গতকাল জেলাপ্রশাসনের একজন অতিরিক্ত জেলাপ্রশাসক (এডিসি), একজন এসিল্যান্ডেরও করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আর আগে সংক্রমিত এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় দফা পরীক্ষায়ও পজিটিভ এসেছে। এছাড়া নতুন শনাক্তদের মাঝে বেশ কিছু সংখ্যক চিকিৎসক, পুলিশ ও র‌্যাব সদস্য আছেন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগে সংক্রমিত প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে গতকাল। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে গতকাল ১৯২টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জন মহানগরের আর ১৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৩৭ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৪৬ জনের করোনা শনাক্ত হয় বৃহস্পতিবার। এর মধ্যে ৪২ জন মহানগরীর। আর ৪ জন উপজেলা পর্যায়ের।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল ১৩৫টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ২ জন মহানগরীর। আর ৫১ জন উপজেলা পর্যায়ের। এদিকে, কঙবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা হয়নি। ল্যাবটিতে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার নমুনা পরীক্ষা হয়ে আসছিল। ল্যাবটিতে সাময়িকভাবে পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

চট্টগ্রামের ১৩২ জনের মধ্যে ৬০ জন মহানগরীর। আর ৭২ জন উপজেলা পর্যায়ের। উপজেলা পর্যায়ে শনাক্তদের মাঝে চন্দনাইশে ২২ জন, হাটহাজারীতে ২১ জন, পটিয়ায় ১১ জন, বোয়ালখালীতে ৬ জন, সন্দ্বীপে ৭ জন, সীতাকুণ্ডে ৩ জন এবং সাতকানিয়া, আনোয়ারায় একজন করে রয়েছেন। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এদিকে, নতুন করে শনাক্ত ১৩২ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৯ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৮৯ জন। এছাড়া এ পর্যন্ত ২৬৩ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।