নিখোঁজ সৌদি রাজকন্যা !

নিখোঁজ সৌদি রাজকন্যা !

আন্তর্জাতিক ডেস্ক ।।

খোঁজ মিলছে না সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদের । চলতি বছরের মার্চে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তার। তবে প্রায় আট মাস ধরে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক বাসমাহর এক ঘনিষ্ঠজন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে জানান, মার্চেই তাকে আটক করে বিনাবিচারে গৃহবন্দি করে রাখা হয়েছে। জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। ফলে রাজকন্যা কোথায় আছেন, তা নিয়ে চলছে গুঞ্জন। বাসমাহ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাংবিধানিক সংস্কার ও মানবাধিকার নিয়ে কথা বলে আসছেন। তার মতো রাজতন্ত্রের সমালোচকরা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্রোধের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। রাজপরিবারের অনেকেই সমালোচনার কারণে যুবরাজের নির্দেশে হত্যা, গুম, কারাবন্দি ও হুমকির শিকার হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলের সঙ্গে কথা বলা রাজকন্যার ওই ঘনিষ্ঠজন বলেছেন, বাসমাহ চাইলেও তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না। তার সব ধরনের যোগাযোগের ওপর নজরদারি চলছে। চিকিৎসার জন্য রাজকন্যার সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল। কন্যাকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন- এমন সন্দেহে মার্চে তাকে গৃহবন্দি করা হয়। ডয়চে ভেলের হাতে আসা নথি অনুযায়ী, সুইস ডাক্তারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর কন্যাসহ জেদ্দা ছাড়ার অনুমতি পান বাসমাহ। তার মার্কিন আইনজীবী লিওনার্ড বেনেট জানান, ভ্রমণের দিনই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। দুই মাস পর থেকে তার আর কোনো খোঁজ নেই। আমরা আসলে খারাপ কিছু আশঙ্কা করছি।'