ধর্মীয় নেতাদের করোনা মোকাবিলায় এক হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ধর্মীয় নেতাদের করোনা মোকাবিলায় এক হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ধর্মীয় নেতাদের করোনা মোকাবিলায় এক হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলা ও বিশ্ব শান্তির জন্য কাজ করতে সকল ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার উৎসব ও মুসলমানদের আসন্ন পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে শনিবার এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা জানি এই অনুষ্ঠানগুলো বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিশেষ সময়। এসময় পরিবারগুলো একত্রিত হয়, একে অপরকে আলিঙ্গন করেন, হাত মেলান। কিন্তু এটি অন্য সময়ের মতো নয়।’ 

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১ দশমিক ৬ মিলিয়নেরও বেশি এবং এতে মৃত্যু হয়েছে এক লাখেরও বেশি মানুষের।

রাস্তাগুলো নি:শব্দ, দোকানগুলো বন্ধ এবং উপাসনালয়গুলোতে মানুষ নেই উল্লেখ করে গুতেরেস বলেন, ‘এটি একটি অদ্ভূত, পরাবাস্তব বিশ্ব।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন শহর চালু রাখতে এখনো যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং করোনাভাইরাসের বিরুদ্ধে যেসকল স্বাস্থ্যকর্মীরা বীরের মতো সামনের সারিতে থেকে কাজ করছেন, আসুন আমরা তাদের জন্য বিশেষভাবে চিন্তা করি।’

গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের মধ্যেও যারা বেশি ঝুঁকিতে’ অর্থাৎ বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, শরণার্থী শিবির ও বস্তির বাসিন্দা, যারা করোনা মোকাবিলার জন্য ভালোভাবে প্রস্তুত নয়; তাদের বিষয়ে ভাবারও সময় এসেছে।

‘আসুন আমরা একে অপরের প্রতি আবারো বিশ্বাস স্থাপন করি ও নৈতিকতা বিবেচনায় একে অপরের প্রতি যত্নবান হই,’ যোগ করেন তিনি।

‘সহযোগিতা, সংহতি এবং মানবতার প্রতি বিশ্বাস রেখে আমরা একসাথে এই ভাইরাসকে পরাজিত করতে পারি এবং করব,’ বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।