দেশে সাদেক হোসেন খোকার লাশ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

পোস্টকার্ড প্রতিবেদক ।।

দেশে সাদেক হোসেন খোকার লাশ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে : তথ্যমন্ত্রী
দেশে সাদেক হোসেন খোকার লাশ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খোকার লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাদেক হোসেন খোকা মৃত্যুর আগে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল তাকে আনার জন্য। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি তার শোকাহত পরিবার যেন এই শোক সইতে পারে।

বাংলাদেশ সময় আজ সোমবার (০৪ নভেম্বর) বেলা ১টার সময় নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ১৪ মে ক্যান্সারের চিকিৎসার জন্য সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি।