দেওয়ানহাট-বারিকবিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলছে রিক্সা

পোস্টকার্ড প্রতিবেদক ।।

দেওয়ানহাট-বারিকবিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলছে রিক্সা
দেওয়ানহাট-বারিকবিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলছে রিক্সা

বিমানবন্দর সড়ককে যানজট মুক্ত রাখতে দেওয়ানহাট-বারিকবিল্ডিং মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। সিএমপির ট্রাফিক বিভাগের পূর্বের ঘোষণা অনুযায়ী আজ বুধবার (৬ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ তারেক আহমেদ। তবে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডে বেশকিছু রিক্সা চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. শওকত পূর্বকোণকে বলেন, আজ থেকে কোনো রিকশাকে আমরা মূল সড়কে উঠতে দিচ্ছি না। পূর্বের ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের গুরত্বপূর্ণ সড়ক বারিক বিল্ডিং থেকে দেওয়ান হাট পর্যন্ত এটা কার্যকর শুরু হয়েছে। সকাল থেকে প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে। তবে এখনো অনেক রিকশা চালক এ বিষয়ে না জেনে চলাচল করছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিচ্ছি।’

প্রসঙ্গত, সিএমপির ট্রাফিক বিভাগের পূর্বের ঘোষণা অনুযায়ী  দেওয়ানহাট-বারিকবিল্ডিং সড়কে আজ বুধবার (৬ নভেম্বর) থেকে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শওকত জানান, নগরীর সড়ক যানজটমুক্ত করতে গুরুত্বপূর্ণ সড়কে রিক্সা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেওয়ান হাট থেকে বারেকবিল্ডিং পর্যন্ত ২ কিলোমিটার সড়ককে ভিআইপি রোড হিসেবে চিহ্নিত করা হয়। প্রধান সড়কে উঠতে না পারলেও মোড় ক্রস করে রাস্তার একপাশ থেকে অন্যপাশে যেতে পারবেন চালকরা। এছাড়া এবারের উদ্যোগে হলুদ রঙের ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে রিক্সা চালকদের জন্য। ইউনিফর্মের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। পাশাপাশি অবৈধ রিক্সা শনাক্তে রেজিস্ট্রেশন প্লেটের সাথে বারকোড বসাতেও সিটি কর্পোরেশনে চিঠি পাঠিয়েছে ট্রাফিক বিভাগ।