তোমাদের বন্দুক থাকলে আমাদেরও বুক আছে: মাহমুদ মাদানীর হুুঁশিয়ারি 

তোমাদের বন্দুক থাকলে আমাদেরও বুক আছে: মাহমুদ মাদানীর হুুঁশিয়ারি 
তোমাদের বন্দুক থাকলে আমাদেরও বুক আছে: মাহমুদ মাদানীর হুুঁশিয়ারি 

পোস্টকার্ড ডেস্ক ।।
ভারতীয় মুসলমানদের বৃহত্তম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী বলেন, ‘তোমাদের বন্দুক আছে, আমাদেরও বুক আছে। বন্দুকের গুলি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের বুক শেষ হবে না।’

ভারতের বর্ণবাদী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি চালানোর বিরুদ্ধে বিজেপি প্রশাসনকে হুঁশিয়ার করে মঙ্গলবার দেওবন্দের এক সমাবেশে তিনি এমন বক্তব্য দেন।

ভারতের ধর্মভিত্তিক ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ১০ দিন ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুলিশের নৃশংসতা ও বর্বরতায় শত শত লোক আহত হয়েছেন।

মাওলানা মাদানী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আপনাদের আচরণ দুঃখজনক। যদি আপনারা মনে করেন– আপনাদের কাছে লাঠি আছে, তাহলে শুনে রাখুন, আমাদেরও পিঠ আছে।’ তিনি তার বক্তব্যে পুলিশকে হুঁশিয়ার করে দেন।

তবে তাদের লড়াই পুলিশ বা সরকারের বিরুদ্ধে নয় বলেও জানান এ ইসলামী নেতা। তিনি বলেন, ‘আমাদের লড়াই সরকার বা পুলিশের বিরুদ্ধে নয়। পুলিশবাহিনী এবং প্রশাসন আমাদেরই সংস্থা। তাদের সঙ্গে আমাদের কোন লড়াই নেই। তবে আমাদের দাবি– তারা যেনো সরকারের গোলামি করতে গিয়ে আমাদের বিক্ষোভে বাধা না দেন।’

তিনি আরও বলেন, ‘তোমাদের অত্যাচারে আমরা দমে যাবো না বলে মন্তব্য করে এই বিখ্যাত আলেম আরও বলেন, বরং দিনদিন আমাদের ঈমানি শক্তি বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।’

জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাহারানপুর জেলা জমিয়ত সভাপতি মাওলানা জহুর আহমাদ কাসেমী। সমাবেশ থেকে মুসলিমবিরোধী নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সাহারানপুর জেলায় লাগাতার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়।