তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী
তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক ।।

আজ (১৬ জানুয়ারী) অনুস্টিত পৌরসভা নির্বাচনে বান্দরবানের লামা, খাগড়াছড়ি ও চট্টগ্রামের সন্দ্বীপে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শনিবার রাতে রিটার্নিং অফিসারগণ কর্তৃক ঘোষিত ফলাফলে এ বিজয়ী ঘোষণা করা হয়।

এরমধ্যে বান্দরবানের লামায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জহিরুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

অপরদিকে চট্টগ্রামের সন্দ্বীপেও মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

লামায় আ’লীগের জহির পুনরায় নির্বাচিত

বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে নয়টি ভোট কেন্দ্রের ফলাফল পর্যালোচনায় তিনি এগিয়ে রয়েছেন। শনিবার কেন্দ্র থেকে আসা ফলাফল একে একে ঘোষণা করছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম।

বিজয়ী জহিরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহীন (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৬৫ ভোট এবং লাঙ্গল প্রতীকের এটিএম শহীদুল ইসলাম পেয়েছেন ১১২ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয় বলে জানান সহকারী রির্টানিং কর্মকর্তা। তবে মেয়র পদের ধানের শীষের প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগে বিকাল সাড়ে ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১নং কেন্দ্রে নৌকা ৭৫২, ধানের শীষ ৮৩ ও লাঙ্গল ৭১২ ভোট, ২নং কেন্দ্রে নৌকা ১১৪৭, ধানের শীষ ১১৩, লাঙ্গল ০৪ ভোট, ৩নং কেন্দ্রে নৌকা পেয়েছে ৭২৭, ধানের শীষ ১৪৭ ও লাঙ্গল প্রতিক পেয়েছে ১০ভোট। ৪নং কেন্দ্রে নৌকা ১২৮৪, ধানের শীষ ৬৬, লাঙ্গল ১৩ ভোট, ৫নং কেন্দ্রে নৌকা ১২৮৮, ধানের শীষ ৬৫ ও লাঙ্গল ১৮ ভোট, ৬নং কেন্দ্রে নৌকা ৯৩৪, ধানের শীষ ১৪৮, লাঙ্গল ০২, ৭নং কেন্দ্রে নৌকা ১৪৯৫, ধানের শীষ ৭৫ ও লাঙ্গল ১২ ভোট, ৮নং কেন্দ্রে নৌকা ৮০৮, ধানের শীষ ২৩১ ও লাঙ্গল ১২ ভোট, ৯নং কেন্দ্রে নৌকা ৯৭০, ধানের শীষ ১৩৪, লাঙ্গল ১৭ ভোট।

খাগড়াছড়িতে নির্মলেন্দু চৌধুরী নির্বাচিত

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) নির্মলেন্দু চৌধুরী ৯০৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী (মোবাইল প্রতীক) বর্তমান মেয়র রফিকুল আলম পেয়েছেন ৮৭৪৯ ভোট ।

সন্দ্বীপে মোক্তাদের মাওলা সেলিম নির্বাচিত

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা নির্বচানে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ৭১৬ ভোট, আর তাঁর নিকটতম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল বাশার ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭১১ ভোট ।