ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ডে কিশোর নিহত

ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ডে কিশোর নিহত

মোহাম্মদ আলাউদ্দীন ।।

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মঞ্জুরুল ইসলাম রাফি নামের এক মাদ্রাসা ছাত্র  নিহত হয়েছে। রবিবার (১৪ জুন) বিকাল ৩টায় উপজেলার সলিমপুর এলাকার ফকিরহাট ওভারব্রীজের নিচে রেললাইনে এঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

নিহত রাফি চাঁদপুর জেলার প্রতাপপুর থানার মকবুল হোসেনের পুত্র তারা বর্তমানে জংগল সলিমপুরের ৭ নং সমাজের বাসিন্দা। সে হযরত খাজা কালু শাহ মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয়সুত্রে জানা যায়, রেললাইনে কানে হেড ফোন লাগিয়ে হাটার সময় চট্টগ্রাম বন্দরমূখী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে। জৈনেক গিয়াসউদ্দীন ৯৯৯ এ ফোন করে খবর দেন, জিআরপি থানা খবর পেয়ে  লাশটি উদ্ধার করে। 

বিষয়টি স্বীকার করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে আমরা দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করি, কিছু আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি তার পরিবারকে হস্তান্তর করি।

এ ব্যপারে স্হানীয় মেম্বার গোলাম গফুর বলেন, ছেলেটি হযরত খাজা কালু শাহ মাদ্রাসায় পড়াশোনা করত, সে আজকে রোজা ও রেখেছিল বলে জানান। রাত১০টায় ছিন্নমূলে ৭নং সমাজের  কররস্হানে দাফন করা হয়েছে।