জাবালে নুরের বাসে নিহত রাজীব-দিয়া’র মামলার রায় , দুই বাস চালকসহ ৩ জনের যাবজ্জীবন

জাবালে নুরের বাসে নিহত রাজীব-দিয়া’র মামলার রায় , দুই বাস চালকসহ ৩ জনের যাবজ্জীবন

পোস্টকার্ড (আদালত) ডেস্ক ।।

গত বছরের ২৯ জুলাই জাবালে নুরের দুই বাসের রেষারেষিতে নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও  দিয়া খানম মিম (১৬)-এর মামলার রায় দেওয়া হয়েছে।  রায়ে দুই চালককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পলাতক এক হেলপারকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ। দণ্ডপ্রাপ্ত ৩ জন হলেন, চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের এবং চালকের সহকারী কাজী আসাদ।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাজীব-মীম নিহত হয়েছেন। ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় এই দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর দেশজুড়ে অভূতপূর্ব সড়ক আন্দোলনের সূচনা হয়েছিল।