ছেলের দুষ্টুমি বন্ধে বাবা-মা'র অমানবিক শাস্তি !

ছেলের দুষ্টুমি বন্ধে বাবা-মা'র অমানবিক শাস্তি !
ছবি - সংগৃহীত।

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রত্যেক শিশু একটু আধটু দুষ্টুমি করে ।কেউ বেশী কেউ কম । কিন্তু শিশুর দুষ্টুমির জন্য এমন শাস্তি কেন পেতে হবে ?

দুষ্টুমি ছাড়াতে ১১ বছর বয়সী ছেলের দু'পায়ে শিকল পরিয়ে গৃহবন্দি করে রেখেছেন বাবা-মা। এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার বেলগাছি রেলগেট এলাকায়।

গৃহবন্দি শিশুর নাম সাগর। সে নসিমন চালক আকবর আলী ও শিউলী ওরফে পাখির ছেলে।

তার পরিবার জানায়, সাগর দুষ্টু প্রকৃতির কিশোর। কারো কোনো কথাই শুনতে চায় না। ওর দুষ্টুমি থামাতে না পেরে এর আগেও ওর বাবা একবার পায়ে বেড়ি পরিয়ে ঘরে বন্দি করে রেখেছিলেন। কিছুদিন পর বেড়ি খুলে দেয়া হলে সাগর আবারও দুষ্টুমি শুরু করে।

এজন্য রোববার বিকালে বেলগাছি রেলগেটের জাহিদুল ইসলামের ওয়েল্ডিংয়ের দোকানে সাগরকে নিয়ে যান আকরব। বৈদ্যুতিক ঝালাই দিয়ে বেড়ি পরানোর হয় সাগরের পা ঝলসে যায়। এসময় হাউমাউ করে কেঁদে উঠে সাগর। তবুও তার পা থেকে বেড়ি খোলেননি বাবা।

রোববার সন্ধ্যায় আকবর আলীর বাড়ি গিয়ে দেখা গেছে শিশু সাগরের দু’পায়ে বেড়ি। বেড়ির পাশেই লাগানো হয়েছে সিলক্রিম। সেখানে কাপড় জড়িয়ে রাখা হয়েছে। শিশু সাগরের চোখেমুখে দেখা যায় কষ্টের ছাপ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, বিষয়টি আমার জানা ছিল না। এটা খুবই অমানবিক। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’