চীন ফেরত প্রক্রিয়া বন্ধ রয়েছে জাতির বৃহত্তর স্বার্থে

চীন ফেরত প্রক্রিয়া বন্ধ রয়েছে জাতির বৃহত্তর স্বার্থে
চীন ফেরত প্রক্রিয়া বন্ধ রয়েছে জাতির বৃহত্তর স্বার্থে

পোস্টকার্ড ডেস্ক।।

জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে চীনে আটকা পরা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনার যে প্রক্রিয়া চলছে তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান জানান,নভেল করোনা ভাইরাসের (এনসিওভি) সংক্রমণের হাত থেকে মুক্ত থাকতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকটি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সচিবালয়ের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, করোনা ভাইরাস নিয়ে ইনফরমালি যতটুকু কথা হয়েছে তাতে আপাতত চীনে আমাদের যারা আছেন, তাদের আনার জন্য পরিবারের পক্ষ থেকে একটা দাবি উঠেছে। পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে দেখা গেছে যে, তারা যে যুক্তিগুলো দিয়েছে যেমন- খাবারের অভাব, সাপোর্ট পাচ্ছেন না, আসলে তাদের খাবার-দাবারের কোনো অভাব নেই। বরং তাদের সব সাপোর্ট দেওয়া হচ্ছে। তাই এ মুহূর্তে তাদের আনার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না।

মুজিবুর রহমান বলেন,‘আমরা ইতোমধ্যে যে চ্যালেঞ্জ- যে বিশেষ বিমানে নিয়ে আসলাম, সেই বিমান এবং বিমানের ক্রু-পাইলট অন্যদেশ এক্সেপ্ট করছে না। তাই আমাদের এ মুহূর্তে পরবর্তী যে লট সেটা আনার জন্য কোনো তরফ থেকে জাস্টিফিকেশন আসেনি। তার কারণে আপাতত সেটা হচ্ছে না, ফর দ্যা গ্রেটার ইন্টারেস্ট অব দ্য নেশন।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই জয় মুজিববর্ষে বাংলাদেশের জন্য সেরা উপহার।

সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের শুরুতেই বাংলাদেশ দলের পক্ষে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দলের সাফল্যে তাদের অভিনন্দন জানান শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মুজিববর্ষের প্রাককালে এই বিজয় সমগ্র জাতির জন্য এক বিরাট উপহার।