চট্টগ্রামেের সীতাকুন্ড-পটিয়া- সাতকানিয়া'র ৪ বাড়ি লকডাউন , আক্রান্ত পুলিশ আইসোলেশনে

চট্টগ্রামেের সীতাকুন্ড-পটিয়া- সাতকানিয়া'র ৪ বাড়ি লকডাউন , আক্রান্ত পুলিশ আইসোলেশনে
৩ উপজেলায় ৪ বাড়ি লকডাউনচট্টগ্রামে , আক্রান্ত পুলিশ আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক।।

মহামারী করোনার টেস্টে পরিমাণ বাড়ানোর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীও। রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম নগর ও জেলা মিলে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। রোগী শনাক্তের পরপরই প্রশাসন তিন উপজেলায় ৪টি বাড়ি লকডাউন প্রক্রিয়া শুরু করেছে। আক্রান্ত আরেকজনের বাড়ি লক্ষীপুর জেলায়।

রোববারের (১২ এপ্রিল) টেস্টে পজিটিভ আসাদের মধ্যে ৬ বছরের শিশু এবং ৫৫ বছর বয়স্ক একজন পুলিশ সদস্য আছেন। পুলিশ সদস্য নগরীর ট্রাফিক বিভাগে কর্মরত। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়ার পর থেকে দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম নগর পুলিশের যে সকল সদস্য আক্রান্ত সদস্যের সংস্পর্শে ছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে শিশুটি পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাত ১০টায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘আমরা শিশুটির বাসস্থান লকডাউনে যাচ্ছি। তার পরিবারের অন্য সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।’

সীতাকুণ্ডের ফৌজদারহাটে করোনা শনাক্ত অপর একজনের বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। ফৌজদারহাট এলাকার ওই ব্যক্তির বয়স ৪৫ বছর।

এদিকে রোববারের সর্বশেষ পরীক্ষায়ও সাতকানিয়ার দুই জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম বলেন, আক্রান্তদের একজন সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যার বয়স ৩২ বছর। ১৯ বছর বয়সী অন্যজন চৌধুরী পাড়ার। আমরা পুলিশসহ উনাদের বাড়ি লকডাউনে যাচ্ছি।’