চট্টগ্রামের শিল্পগ্রুপ কেডিএস এর বিরুদ্ধে ২৮ মামলায় ফাঁসানোর অভিযোগ 

চট্টগ্রামের শিল্পগ্রুপ কেডিএস এর বিরুদ্ধে ২৮ মামলায় ফাঁসানোর অভিযোগ 
চট্টগ্রামের শিল্পগ্রুপ কেডিএস এর ২৮ মামলায় ফাঁসানোর অভিযোগ মুনির হোসেন খানের

নিজস্ব প্রতিবেদক।।

কেডিএস গ্রুপের মালিকানাধীন কেওয়াই স্টিল মিলের সাবেক নির্বাহী পরিচালক মুনির হোসেন খান কেডিএস গ্রুপের দায়ের করা পরপর ২৮টি মামলা মাথায় নিয়ে কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছেন।

জামিনে আসার পর তিনি মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কেডিএস গ্রুপের করা বিভিন্ন অভিযোগের ব্যাপারে তার বক্তব্য জানিয়েছেন।

বলেছেন তার নিজের এবং পরিবারের করুণ সব ঘটনা। তিনি অভিযোগ করে বলেন, কেডিএস গ্রুপ শুধু টাকার  জোরে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মাত্র নয় মাসে দিয়েছে ২৮টি মামলা। বিনাবিচারে তাকে এক বছর জেলও খাটতে হয়েছে। শুধু তাই নয়, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের দ্বিতীয় ছেলে বিদেশি নাগরিককে খুন করে যাবজ্জীবন সাজা খাটা ইয়াসিন রহমান টিটুর হাতে মুনিরকে কিল-ঘুষি-লাথিও মারধরের শিকার হতে হয়েছে।

সংবাদ সম্মেলনে মুনির হোসেন খান বলেন, ‘বন্ধুর অনুরোধে ২০০৭ সালে ব্যাংক অব আমেরিকা ফ্লোরিডার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ ছেড়ে কেডিএস গ্রপে যোগ দিয়েছিলাম। প্রায় ১১ বছর রক্ত-ঘাম ঝরিয়ে কেডিএসের অঙ্গ প্রতিষ্ঠান কে ওয়াই সিআর কয়েল ইন্ডাষ্ট্রিজ এবং কেওয়াই স্টিল লিমিটেডকে দেশের শীর্ষস্থানীয় ঢেউটিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত করেছি। মামলাগুলো সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।