চট্টগ্রামের বাড়িওয়ালাদের কঠোর হুশিয়ারী প্রশাসনের

চট্টগ্রামের বাড়িওয়ালাদের কঠোর হুশিয়ারী প্রশাসনের
চট্টগ্রামের বাড়িওয়ালাদের কঠোর হুশিয়ারী প্রশাসনের

ইশরাত আলম আরজু ।।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালকসহ সংশ্লিষ্টদের কোনো বাড়িওয়ালা বাসা ছাড়া করতে চাইলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে চট্টগ্রামের জেলা প্রশাসন।

বিষয়টি তদারকির জন্য এরইমধ্যে একটি কমিটি করেছে জেলা প্রশাসন। অপরদিকে এ ধরনের কোনো ঘটনা ঘটলে পুলিশকে জানাতে হটলাইন চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন করোনাভাইরাস রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বাসা থেকে বের করে দিতে কতিপয় বাড়িওয়ালার অপচেষ্টার বিষয়টি আমলে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ বিষয়ে কঠোর অবস্থানের জেলা প্রশাসন ও পুলিশ। তিনি জানান এ বিষয়ে একটি মনিটরিং করতে  অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিককে দেওয়া হয়েছে।

এদিকে গ্রাম নগরী ও জেলায় এ ধরনের কোনো ঘটনার তথ্য পাওয়া গেলে বা জানা থাকলে তা জেলা প্রশাসনের মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ০১৭৩৩-৩৩৪৩১৭ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক  বলেন, “ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে এ রকম কিছু ঘটনার কথা আমরা জেনেছি। এছাড়া নগরীতেও করোনাভাইরাস রোগীদের সেবায় নিয়োজিত নার্সদের ক্ষেত্রে এ রকম ঘটনার বিষয়ে জেনেছি। সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্যোগী হয়ে নিরসন করেছেন। বর্তমান পরিস্থিতে যারা আমাদের সেবায় নিয়োজিত তাদের নিরাপত্তা ও সম্মান আমাদের অগ্রাধিকার।”

আবু হাসান সিদ্দিক বলেন, “ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্সের চালকসহ করোনাভাইরাস রোগীদের সেবা কার্যক্রমের সাথে যুক্ত এবং জরুরি সেবার কাজে যুক্তদের কোনো বাড়িওয়ালা বাড়ি ছাড়া করতে চাইলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেব আমরা।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

এ লক্ষ্যে সিএমপির পক্ষ থেকে হটলাইনও চালু করা হয়েছে। হটলাইনের নম্বর দুটি হল ০১৪০০৪০০৪০০ ও ০১৮৮০৮০৮০৮০।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিকী বলেন, “চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।

“কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু বাড়িওয়ালা তাদের অসহযোগিতা করছে। এমনকি বাসা ছাড়ার জন্য অসহযোগিতা করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। তাই চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের প্রতি অনুরোধ যদি কোনো বাড়িওয়ালা এরূপ আচরণ করে তাহলে আমাদের হটলাইনে ফোন করে তথ্য দিন।”

তথ্য পেলে এ ধরনের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।