চট্টগ্রাম সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়নপত্র নিলেন আরো ৩ মেয়র ও ১৪৫ কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রাম সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়নপত্র নিলেন আরো ৩ মেয়র ও ১৪৫ কাউন্সিলর প্রার্থী
চট্টগ্রাম সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়নপত্র নিলেন আরো ৩ মেয়র ও ১৪৫ কাউন্সিলর প্রার্থী

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্ধারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে গতকাল মেয়র পদে বর্তমান মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপর দুইজন হলেন-নগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুছ।

ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪৫ জন। গত দুইদিনে মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে আওয়ামী লীগের দপ্তর থেকে জানা গেছে।

এদিকে গতকাল একদিনে নগরীর ৪১ ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীরা হলেন- ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড থেকে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রফিকুল আলম বাপ্পী, ২১ নং জামালখান ওয়ার্ড থেকে শৈবাল দাশ সুমন, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মো. জাবেদ, আবদুল মান্নান ফেরদৌস, আবদুর রশিদ লোকমান ও মো. আসিফ খান, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড থেকে সাইফুদ্দিন খালেদ, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে ফয়সল বাপ্পী, মো. ফারুক হোসেন, ৩১ নং আলকরণ ওয়ার্ড থেকে তারেক সোলেয়মান সেলিম, ইয়াছিন আরাফাত, ২৯ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড থেকে গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. সাজ্জাদ, ২৮ নং পাটানটুলি ওয়ার্ড থেকে মোহাম্মদ আবদুল কাদের, মোস্তফা কামাল টিটু, ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে হাসান মুরাদ বিপ্লব ও মো. ফারুক, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড থেকে হাজী মো. জয়নাল আবেদীন, ফরিদুল আলম, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা থেকে ছালেহ আহমদ চৌধুরী, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড থেকে মো. মোবারক আলী, সোহেল মাহমুদ, ৫নং মোহরা ওয়ার্ড থেকে নাজিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড থেকে নাজমুল হক ডিউক, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ থেকে এইচ এম সোহেল, আজিজুর রহমান আজিজ, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড থেকে কফিল উদ্দিন খান, আবদুল আল মামুন, ২নং জালালাবাদ ওয়ার্ড থেকে মোঃ শাহেদ ইকবাল বাবু, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড থেকে দিদারুল আলম মাসুম, আবু মো. বেলাল, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড থেকে মোঃ সাবের আহমদ, নুরুল আমিন কালু, মাহবুব আলম, ২৫ নং রামপুর ওয়ার্ড থেকে এসএম এরশাদুল্লাহ, ১৬ নং চকবাজার ওয়ার্ড থেকে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সেলিম উদ্দিন, মো. জসীম, ৩৫ নং বঙিরহাট ওয়ার্ড থেকে নুরুল আলম শান্তি, হাজী নূরুল হক, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড থেকে পুলক খাস্তগীর এবং ১১, ২৫ ও ২৬ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে ফারহানা আফরোজ আলম জেনিফার, রাধা দেবী টুনটুন মুন, ১৪, ১৫ ও ২১ নং ওয়ার্ড থেকে শিউলী দে, ৩৯, ৪০ ও ৪১ ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর শাহানুর বেগম, ১২,২৩ ২৪ নং ওয়ার্ড থেকে ফারহানা জাবেদ, ২২, ৩০ ও ৩১ নং ওয়ার্ড থেকে নিলু নাগ, পম্পী দাশ, ৯,১০, ১৩ নং ওয়ার্ড থেকে আবিদা আজাদ, ৭ ও ৮ নং ওয়ার্ড থেকে জেসমিন পারভিন জেসি, ১৬,২০ ও ৩২ নং ওয়ার্ড থেকে রুমকী সেন গুপ্তা।