চট্টগ্রামে নতুন করে ১৪৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬১১৮ জন

চট্টগ্রামে নতুন করে ১৪৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬১১৮ জন
চট্টগ্রামে নতুন করে ১৪৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬১১৮ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২১ জন নগর ও ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬১১৮ জন।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি, সুস্থ হয়েছেন ৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৫৩ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৭০৮ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২১ জন, সিভাসুতে ০৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২ জন, শেভরণ ল্যাবে ৭৯ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৯৪১ টি। এর মধ্যে ৩০৭ টি বিআইটিআইডিতে, ১২২ টি সিভাসুতে, ১০৬ টি চমেকে, ৬১ টি চবিতে, ৮৩ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ২৬০ টি শেভরণ ল্যাবে এবং ০২ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ৮, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ৪ জন।