এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৫ ওয়ার্ডের সচিব রদবদল

এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৫ ওয়ার্ডের সচিব রদবদল

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। এই রদবদলের ফলে প্রত্যেক ওয়ার্ড সচিব তার বর্তমান কর্মস্থলের বদলে নতুন ওয়ার্ডে যোগ দেবেন। 

সোমবার (১৭ আগস্ট) ওয়ার্ড সচিবদের এই রদবদলের বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। এর ফলে কোন ওয়ার্ড সচিবই তার আগের কর্মস্থলে থাকবেন না।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১টি সাধারণ ওয়ার্ড ছাড়াও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে আরও ১৪টি।

চসিক সূত্রে জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পাশাপাশি ওয়ার্ডের সচিবদের মধ্যে অদলবদল করেই এই রদবদলের আদেশ দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে সূত্র জানিয়েছে, নতুন এই আদেশের ফলে ৭ নম্বর ওয়ার্ডের সচিব ৮ নম্বর ওয়ার্ডে এবং ৮ নম্বর ওয়ার্ডের সচিব যাবেন ৭ নম্বর ওয়ার্ডে।

তবে নতুন এই আদেশ নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়াবে না বলে মনে করছেন অনেকে। এর আগে ৪১ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব ভাগাভাগি করে দেয়া হয়েছিল চসিকের ৩ জন কর্মকর্তার মধ্যে। ৪১ জনের দায়িত্ব ৩ জন কিভাবে পালন করবে সেটি নিয়ে তখন প্রশ্ন উঠলে চসিকের পক্ষ থেকে বলা হয়েছিল সব কিছুই দেখভাল করবেন ওয়ার্ড সচিবরা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সাথে সমন্বয় করবেন।

তবে হঠাৎ করে এই রদবদলে ওয়ার্ড সচিবরা নতুন কর্মস্থলে গিয়ে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে কতটুকু ভূমিকা রাখতে পারবেন সেটি এখন চিন্তার বিষয়।

চসিকের সাবেক একজন কাউন্সিলর বলেন, ‘এটা বেশ কঠিন একটা কাজ হবে। কারণ এমনিতেই কাউন্সিলর নেই। এক্ষেত্রে সেবা প্রদানে ওয়ার্ড সচিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যেহেতু তারা অনেকদিন ধরে একটা এলাকায় কাজ করছিলেন, সেহেতু ওসব এলাকায় তাদের যে জানাশোনা আর অভিজ্ঞতা তা কাজে লাগিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যেত। এখন এই রদবদলের ফলে সেই পথটাও বন্ধ হলো। নিশ্চিতভাবেই এই সিদ্ধান্ত নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।’

তবে এই বক্তব্যের সাথে একমত নন চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা। তিনি বলেন, অভিজ্ঞতার কথা কেন আসছে? এখানে সবাই তো অভিজ্ঞ। শুধু কাজের ক্ষেত্র বদল হয়েছে। আশাকরি কোন সমস্যা হবেনা ।