একসঙ্গে জন্ম নেওয়া চাঁদপুরের সেই ৫ সন্তানের কেউ বেঁচে নেই

একসঙ্গে জন্ম নেওয়া চাঁদপুরের সেই ৫ সন্তানের কেউ বেঁচে নেই
একসঙ্গে জন্ম নেওয়া চাঁদপুরের সেই ৫ সন্তানের কেউ বেঁচে নেই

চাঁদপুর প্রতিনিধি ।।

কচুয়ায় একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছিলেন এক মা। তবে প্রসবের কয়েকঘন্টা পর হাসপাতালেই মারা যায় তিন শিশু ।পরে বাসায় নিয়ে যাওয়ার পর বাকি আরো দুই শিশুরও মৃত্যু হয়।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্মদাতা মায়ের নাম মারুফা বেগম (২৫)।

শনিবার রাতে কচুয়া টাওয়ার হাসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে স্বাভাবিকভাবেই (স্বাভাবিক প্রসব) সন্তানদের জন্ম দেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মারুফা বেগম স্বাভাবিকভাবে পরপর পাঁচটি সন্তান প্রসব করেন। এর মধ্যে চারটি ছেলে এবং একটি মেয়ে। তবে অপরিণত বয়সের হওয়ায় জন্মের বেশ কয়েক ঘন্টাপর তিনটি শিশু মারা যায়। এদিকে জীবিত অন্য দুই শিশু নিয়ে হাসপাতাল ত্যাগ করে বাসায় ফেরার পর বাকি দুই সন্তানও মারা যায়।

কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত বয়সে জন্ম হওয়ায় শিশুদের তিনটি হাসপাতালে মারা যায়। স্বাভাবিক প্রসব হলেও জীবিত অন্য দুই শিশু বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন এ চিকিৎসক।

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম। তবে প্রসবের আগে মারুফা তার বাবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড়ে ছিলেন।