এক ঝাঁক চট্টগ্রামের তরুণ তরুণী অভিনয়ে নির্মিত শর্ট ফিল্ম ”নারী”

এক ঝাঁক চট্টগ্রামের তরুণ তরুণী অভিনয়ে নির্মিত শর্ট ফিল্ম ”নারী”
শর্ট ফিল্ম ”নারী”: অভিনয়ে চট্টগ্রামের এক ঝাঁক তরুণ তরুণী

পোস্টকার্ড ( বিনোদন) ডেস্ক ।।

চট্টগ্রামের এক ঝাঁক তরুণ তরুণীর বিভিন্ন চরিত্রে অভিনয়ে শর্ট ফিল্ম ”নারী” নামের একটি নাটক গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রর্দশিত হয়েছে।

এই নাটকের মাধ্যমে একজন কর্মজীবী মহিলার জীবন সংগ্রাম, আশ পাশের মানুষের ধারনাসহ পুরো জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। নারী নামের এই শর্ট ফিল্মটি নির্মাণ করেছে, নাটক ও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান এফ.ইউ ভিশন নামের একটি প্রতিষ্ঠান। এফ.ইউ ভিশন এই পর্যন্ত আরো ১২টি শর্ট ফিল্ম নির্মাণ করে সামাজিক যোগাযোগ্য মাধ্যম ও ইউটিউবে ব্যাপক সাড়া জাগিয়েছেন বলে এফ.ইউ ভিশনের চেয়ারম্যান জীবন চৌধুরী জানিয়েছেন।

নারী নাটকটি ইউটিউবে আনুষ্ঠানিক সম্প্রচার করা হবে। এটাও ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করবেন বলে এফ.ইউ ভিশনের চেয়ারম্যান জীবন চৌধুরী জানান। তিনি আরো বলেন, চট্টগ্রামে বিভিন্ন স্কুল কলেজ, বিশ^বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শত শত প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে। তারা কেউ নাকট সিনেমা করার জন্য কোন জায়গা পাচ্ছে না। যার কারণে তারা তাদের মেধা ও যোগ্যতা প্রতিভা বিকাশ করতে পারছে না।

চট্টগ্রামের ছেলে মেয়েদের নাটক সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য প্রতিষ্ঠানটি ঢাকা থেকে কাজ শুরু করার কথা থাকলেও চট্টগ্রাম থেকে কার্যক্রম শুরু করছেন। সময় উপযোগী শর্ট ফিল্ম’ নারী” নাটকে বিভিন্ন জন যারা পর্দার আড়ালে ও পর্দায় সিন আনসিনে দায়িত্বে রয়েছেন তারা হলেন চিত্র নাট্য ও পরিচালনয় স্বচ্ছ দাশ, প্রযোজক হিসেবে রয়েছে এফ.ইউ ভিশনের চেয়ারম্যান জীবন চৌধুরী, চিত্র গ্রাহক আরিফুল ইসলাম, অভিনয়ে প্রধান নায়কের চরিত্রে আছেন সাজ্জাদ ভূঁইয়া ও অম্বিকা তালুকদার।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন শিল্পি বসাক, এম এ রহিম রানা খান, এস.বি খান, জুলন বড়ুয়া, আয়শা, রিয়াদ সৌরভ, মেঘ ও জুই। এছাড়া মেকআপ ও আটিস্ট শাহীনুর, শব্দ গ্রহণ রাখব হাসান, বিশেষ কৃতজ্ঞতায় বাপ্পী আলমগীর। নারী নাটকটি গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হওয়ার পর যারা দেখেছে উপস্থিত সবাই প্রসংসা করেছে।