উন্মুক্তস্থানে থার্টি ফার্স্টে কনসার্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্মুক্তস্থানে থার্টি ফার্স্টে কনসার্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
উন্মুক্তস্থানে থার্টি ফার্স্টে কনসার্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্টকার্ড প্রতিবেদক ।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে উন্মুক্তস্থানে কনসার্ট ও নাচ গানের আয়োজন করা যাবে না । নিরাপত্তার কথা বিবেচনা করে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশঙ্খলা সংক্রান্ত কমিটির সভাপতি তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তার জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়ছে। দেশের প্রায় তিন হাজার ৫শটি চার্চে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবকরাও সমন্বয়ন করবে।

এদিন উন্মুক্ত স্থানে, প্রকাশ্যে কনসার্ট বা নাচ-গানের আয়োজন যেনো না করা যায়, সেজন্য আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশের সব বার বন্ধ থাকবে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এ সময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে দেখা যায় রাস্তায়, ফ্লাইওভারে কনসার্ট ও নাচ গানের আয়োজন করে। এগুলো করা যাবে না। বিশেষ করে সন্ধ্যা ছয়টার পর থেকে প্রকাশ্যে এমন আয়োজন করা যাবে না।

ধর্মীয় উৎসবকে ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে সেজন্য সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন।

তিনি বলেন, এদিন রাস্তা বা ফ্লাইওভারে কনসার্ট, নাচ ও গানের আয়োজন করা যাবে না। বিশেষ করে সন্ধ্যা ৬টার পর প্রকাশ্যে উন্মুক্ত স্থানে কনসার্ট, নাচ ও গানের আয়োজন করা যাবে না।

থার্টিফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবধরনের প্রস্তুতি নেওয়া হবে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যস্ত সারাদেশের সব বার বন্ধ থাকবে। এসময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলবে। পাশাপাশি সব ধরণের বৈধ অস্ত্রের ব্যবহার এ সময় নিষিদ্ধ করা হয়েছে।