ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন কর্তৃক শীপব্রেকিং ইয়ার্ড শ্রমিকদের বিনামূল্যে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন কর্তৃক শীপব্রেকিং ইয়ার্ড শ্রমিকদের বিনামূল্যে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত
ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন কর্তৃক শীপব্রেকিং ইয়ার্ড শ্রমিকদের বিনামূল্যে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত

ইমাম হোসেন ইমন, সীতাকুণ্ড ।। 

শুক্রবার জোড়ামতল এলাকায় ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন এফএনভি-এর সহযোগিতায় এবং বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশন (BMF) ও বাংলাদেশ মেটাল,ক্যামিকেল, গার্মেন্টস ও টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন (BMCGTWF) এর অয়োজনে জাহাজ ভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিনামূল্যে হেলথ্ ক্যাম্প আয়োজন করা হয়।

বিএমএফ এর যুগ্ম-সম্পাদক মোঃ আলীর সঞ্চলনায় হেলথ্ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (BMCGTWF) এর চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী আলতাফ হোসেন, BMF এর সভাপতি এ.এম. নাজিম উদ্দীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের, পরিদর্শক শুভঙ্কর দত্ত, ১নং ওয়াড আওয়ামী লীগ এর সভাপতি তারেক উদ্দিন শিকদার , ১নং ওয়াডের মেম্বার ওমর ফারুক সোহেল, বাংলাদেশ গ্লোবাল ইউনিয়ন এর বাংলাদেশ কোঅর্ডিনেটর শরীফুল ইসলাম।

এছাড়াও উভয় সংগঠনের সংগঠক ইদ্রিস, জীবন চন্দ্র নাথ, শহিদুল ইসলাম, পিন্টু সাহা, নবিউল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন BMF এর সভাপতি এ.এম. নাজিম উদ্দীন।

হেলথ্ ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিন জন চিকিৎসক দ্বারা দিন ব্যাপী ২৫০ জন জাহাজ ভাঙ্গার শিল্প শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। সেই সাথে শ্রমিকদের ফ্রি রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;