ইউটিউব প্রিমিয়াম যেভাবে টাকা ছাড়াই চালাবেন

ইউটিউব প্রিমিয়াম যেভাবে টাকা ছাড়াই চালাবেন

পোস্টকার্ড ডেস্ক ।।

এখন গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুজেঁ পাওয়া দুষ্কর । আর যদি থাকে ইউটিবউবের মত বিশাল রাজ্য হাতের মুঠোয় তাহলে তো কথা কথাই নেই। আজকাল ইউটিউব থেকে গান শুনতে পছন্দ করেন । ইউটিউবে গানের বিশাল সম্ভারের জন্য গ্রাহকরা এই অ্যাপ পছন্দ করেন। কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে গান শোনার সময় স্মার্টফোনের ডিসপ্লে অন করে রাখতে হয়। অ্যাপ অথবা ওয়েবসাইট দুই ব্যবহার করে ইউটিউব ব্যবহার করলেই স্মার্টফোনের ডিসপ্লে অন রাখা বাধ্যতামূলক। যদিও প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই স্মার্টফোনের ডিসপ্লে বন্ধ করে ইউটিউব চালানো যাবে। জেনে নিন সেই প্রক্রিয়া।

অ্যানড্রয়েড ফোন রুট করে ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে সহ বিভিন্ন ফিচার ব্যবহার করা যায়। যদিও এই প্রতিবেদনে ফোন রুট না করেই ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে এর উপায় জানানো হয়েছে। মাত্র কয়েক মিনিটে আপনি চাইলে এই পদ্ধতি দেখে নিতে পারবেন। অ্যানড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে ভিএলসি প্লেয়ার ডাউনলোড করতে হবে।

> প্রথমে ফোনে ভিএলসি ফর অ্যানড্রয়েড অ্যাপ ইনস্টল না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

> ভিএলসি ডাউনলোড শেষ হলে ইউটিউব ওপেন করুন।

> এবার যে ভিডিও চালাতে চান সেটি ওপেন করুন।

>  এবার শেয়ার বাটন সিলেক্ট করে ভিএলসি ফর অ্যানড্রয়েড সিলেক্ট করুন।

> এবার ভিএলসি প্লেয়ারে এই ভিডিও চলতে শুরু করবে। ডান দিকে তিন ডট মেনুতে 'প্লে অ্যাস অডিও’ সিলেক্ট করুন।

এবার আপনার ভিএলসি ফর অ্যানড্রয়েড অ্যাপে ইউটিউব ভিডিওটি অডিও ফাইল হিসাবে চলতে শুরু করবে। ফোনের ডিসপ্লে অফ করে দিলেও প্লে-ব্যাক চালু থাকবে। অর্থাৎ গানা, সাভন, স্পটিফাইয়ের মতোই কাজ করবে ভিএলসি ফর অ্যানড্রয়েড। নোটিফিকেশন প্যানেল ও লক স্ক্রিন থেকে প্লে ব্যাক কন্ট্রোল করা যাবে।