আরও ৩৬ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

আরও ৩৬ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে চট্টগ্রামে আক্রান্ত আরও ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন ২৫৫ জনে। চট্টগ্রামের দুটি ল্যাবে সর্বমোট ৩১০টি নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য মতে, রবিবার (১০ মে) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২২ জনের ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রামে ১৮ জন ও নোয়াখালী জেলার ৮ জন রয়েছেন।

এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে পরীক্ষা করা ৯৩ নমুনার মধ্যে ২৬ জনের ফলাফল পজেটিভ এসেছে। তার মধ্যে চট্টগ্রামে ১৮ জন, ফেনী জেলার একজন, নোয়াখালী জেলার ৬ জন ও বরিশালের একজন রয়েছেন।

প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত মোট ২১৯ জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৬৪ জন।