আরও ১৭৯ জনের করোনা শনাক্ত চটগ্রামে,মোট শনাক্ত ১৮৮৭

আরও ১৭৯ জনের করোনা শনাক্ত চটগ্রামে,মোট শনাক্ত ১৮৮৭

নিজস্ব প্রতিবেদক ।।

দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে চট্টগ্রামে । এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছুঁই ছুঁই।

সোমবার (২৫ মে) চট্টগ্রামের দু’টি ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের এই ১৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তাদের মধ্যে মহানগরে শনাক্ত হয়েছেন ১৬৭ জন। আর ১২ জন উপজেলা পর্যায়ের।

মহানগরে শনাক্তদের মাঝে কয়েকজন চিকিৎসক-র‌্যাব ও পুলিশ সদস্য আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফৌজদারহাটের বিআইটিআইডিতে সোমবার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে দু’টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। তবে নমুনা দু’টি ভিন্ন জেলার (খাগড়াছড়ি ও লক্ষীপুরের)। চট্টগ্রামের একজনেরও পজিটিভ পাওয়া যায়নি।

আর চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা হয় সোমবার।

এতে চট্টগ্রামের ১৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তাদের মধ্যে ১৬৭ জন মহানগরীর এবং ১২ জন উপজেলার বাসিন্দা।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে এদিন (সোমবার) চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা হয়নি।

সোমবার সবমিলিয়ে ৩৮০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৭৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে যার ১৬৭ জন মহানগরীর। আর ১২ জন উপজেলা পর্যায়ের।

উপজেলা পর্যায়ে শনাক্তদের মাঝে পটিয়ায় ৫ জন, হাটহাজারী, আনোয়ারা ও চন্দনাইশে ২ জন করে ৬ জন এবং সাতকানিয়ায় ১ জন রয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেওয়ার কথা জানান সিভিল সার্জন।

এদিকে, নতুন করে শনাক্ত ১৭৯ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৭ জনে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৫৮ জন।

এছাড়া এ পর্যন্ত ১৭০ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন  ।