অনলাইন বুক শপ 'রকমারি' ও দৈনিক সময়ের আলো'র মধ্যে সমঝোতা স্বাক্ষর

অনলাইন বুক শপ 'রকমারি' ও দৈনিক সময়ের আলো'র মধ্যে সমঝোতা স্বাক্ষর

পোস্টকার্ড ডেস্ক ।।

অনলাইন বুক শপ রকমারি ও দৈনিক সময়ের আলোর মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। এ সমঝোতার আওতায় প্রতিমাসে রকমারির সৌজন্যে দৈনিক সময়ের আলোর বিভিন্ন বিভাগের মাসসেরা কর্মীদের উপহার প্রদান করা হবে। এছাড়াও সময়ের আলোর সব কর্মীরা রকমারির সব পণ্যে নির্দিষ্ট পরিমাণ ছাড় পাবে।

সোমবার দৈনিক সময়ের আলো’র বাংলামটরস্থ কার্যালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। সময়ের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় ভালো কাজের পাশে থাকার জন্য রকমারির প্রতি কৃতজ্ঞতা জানান।

রকমারি ডটকমের হেড অব এইচআর মো. মারুফ হাসান বলেন, ‘রকমারি সবসময় সময়ের আলোর পাশে থাকবে।’ এমন সুন্দর আয়োজনের জন্য সময়ের আলো পরিবারকে ধন্যবাদ জানান তিনি।

রকমারির জনসংযোগ কর্মকর্তা কিংকর হালদার মিশু বলেন, ‘রকমারি সবসময়ই সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব। সময়ের আলো’র সঙ্গে এ সমঝোতা স্বাক্ষর দিয়ে শুরু মাত্র। আমরা একসঙ্গে অনেকদূর এগুবো।’


দৈনিক সময়ের আলোর পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় ও রকমারির পক্ষে হেড অব এইচআর মো. মারুফ হাসান সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার হুমায়ন কবির খোকন, বিজনেস এডিটর শাহনেওয়াজ, সহকারি সম্পাদক আলমগীর রেজা চৌধুরী, হেড অব মার্কেটিং কামরুল হাসান, অনলাইন ইনচার্জ মুনিফ আম্মার প্রমুখ।

ডিসেম্বরের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

ডিসেম্বরের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়


সেরা কর্মী হলেন যারা:
ডিসেম্বর মাসে দৈনিক সময়ের আলোর সেরা কর্মী নির্বাচিত হয়েছেন হীরা তালুকদার (রিপোর্টিং), জাকির উসমান (অনলাইন), মাহমুদুল হাকিম ( সেন্ট্রাল ডেস্ক) ও মামুন রশীদ (সম্পাদকীয় বিভাগ)। প্রত্যেকেই পেয়েছেন রকমারির সৌজন্যে উপহার।