সীতাকুন্ডে মিনিবাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আগুনে দগ্ধ ২ আরোহী

সীতাকুন্ডে মিনিবাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আগুনে দগ্ধ ২ আরোহী

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড উপজেলার ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মোটরসাইকেলে আগুন লেগে দুই আরোহী আহত হয়েছে।

আহত দুইজনের নাম ইমন ও মুজাহিদ। তাদের বাড়ী উপজেলার মুলিপাড়া এলকায় বলে জানা গেছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাড়বকুণ্ড সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী মো.ইসমাইল জানান, সন্ধ্যা ৭ টার দিকে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কে চট্টগ্রামমূখী ১৭ নং একটি চলন্ত মিনিবাসের পেছনে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলটিতে আগুন ধরে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী আগুনে দগ্ধ হয়।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। মোটরসাইকেলটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঈনউদ্দিন বলেন, আমরা অন্য জায়গা থেকে ডিউটি করে আসার সময় সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় মহাসড়কে একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে আগুন নেভাতে চেষ্টা করি তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়। শুনেছি দুইজন আহত হয়েছে, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।